সিলেটে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের পূর্বের সব রেকর্ড ভেঙেছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে করোনায় প্রাণ গেছে ১২ জনের। এটি একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। এর আগে করোনায় সিলেটে একদিনে মৃত্যু হয়েছিল ৯ জনের।
একইভাবে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮১ জন; যা সিলেটের জন্য একদিনে সর্বোচ্চ। এর আগে, সিলেটে একদিনে সর্বোচ্চ ৬০২ জনের করোনা শনাক্ত হয়। রেকর্ডের দিনে সিলেটে শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৮১ জন রোগীর মধ্যে ২৯০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৯৮ জন, হবিগঞ্জের ১০৫ জন এবং মৌলভীবাজারের ১৮৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৮৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৪, হবিগঞ্জের ১৫ এবং মৌলভীবাজার জেলার ৯ জন বাসিন্দা রয়েছেন।
সূত্র জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১ হাজার ৩১৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬৫৪ জন, হবিগঞ্জে ৩ হাজার ৭৬৪ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৩০২ জন রয়েছেন।
সিলেট বিভাগে রোববার আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জনই সিলেট জেলার এবং ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে ৫৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৫৯ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ২৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৪৩ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ২৬ হাজার ৪৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ২৪৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৫০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২৬০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২০ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৪৩১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৯৮ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬৫ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৮১ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ২২৬ জন। এ সময়ে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ আপডেট: ১৯ জুলাই ২০২১, ০০:০৪
পাঠকের মন্তব্য