মৌলভীবাজার রাজনগরে এক দিকে করোনা ভাইরাস অন্য দিকে মিষ্টি মুখ

মোঃ আলতাব রাজনগর প্রতিনিধি :

এক দিকে করোনা ভাইরাস অন্য দিকে মিষ্টি মুখ,৫/৭ জন এক সাথে হয়ে এক চামচ দিয়ে  প্রতেক জনের মুখে একটি করে মিষ্টি খাওয়ানো হচ্ছে। নেই স্বাস্থ সুরক্ষার কোন ব্যবস্থা,না আছে করোনা ভাইরাস আক্রান্তের না হওয়ার কোন ব্যবস্থা। মনে হচ্ছে করোনা ভাইরাস কে আমন্ত্রন জানাচ্ছে সবাই মিলে।

এরকম একটি ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে।

গত ৩০ জুন দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী সমর্থকগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন,

বিশিষ্ট শিল্পপতি ও তরুণ সমাজসেবক, একটি মডেল কামারচাক ইউনিয়ন গড়ার স্বপ্নদ্রষ্টা, কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা,অলিলা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক,জিল্লুর রহমান।

এ-উপলক্ষ্যে এবং গোবিন্দপুর গ্রামের (দুবাই প্রবাসী)  কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের  সহ-সাংগঠনিক সম্পাদক  মোঃ ছুরুক আহমদ  স্বদেশে ফিরেছেন তাই উনার সাথে দেখা করতে গিয়েছেন সবাই  ৫ জুলাই  ছুরুক আহমদ এর বাড়িতে মিষ্টি মুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেখা যায় কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  জিয়াউর রহমান সহ আরো কয়েক জন। মিষ্টি খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে  আসলে অনেকে এসব কর্মকান্ডকে নিন্দা জানিয়ে বলে দেশে এত বড় সমস্য চলছে আর তার মিষ্টি খাবানো  হচ্ছে আজব বিষয়। তবে এসব বিষয় যদি প্রশাসন না দেখে তাহলে করোনা ভাইরাস আরো ছড়াবে।

সচেতন মহল মনে করছে রাজনগর  এমনিতে  করোনা ভাইরাসের রোগি বেশি আছে, আর এই রকম চলতে থাকলে করোনা ভাইরাসের রুপ আর খারাপ হবে,তাই কম থাকতে তার ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ আপডেট: ৬ জুলাই ২০২১, ১৫:৫৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও