মৌলভীবাজারের শহরের রোড ডিভাডারে পুরাতন গাছ কে পরিচ্ছন্ন করা ও তার পাশাপাশি নতুন গাছ লাগানো হচ্ছে।
৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রাণাধিন এলাকায় লাগানো হচ্ছে গাছ। পৌর সভার উদ্যোগে পৌর মেয়র ফজলুর রহমান শহরের শ্রীমঙ্গল সিলেট সড়কের সদর হাসপাতালেরে সামনা থেকে যুগিডর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে রোড ডিভাডারে লাগানো হচ্ছে দৃষ্টি নন্দন ফুলের গাছ।
সকলের সহযোগীতা কামনা করে পৌর মেয়র ফজলুর রহমান বলেন কঠোর লকডাউন বাস্তবায়নে পৌরসভার কার্যকরী ভূমিকা পালনের পাশাপাশি মৌলভীবাজার রোড ডিভাইডারে রোপিত এই ফুলের বাগান শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এখানে রয়েছে প্রায় দুই হাজার ফুল ও দৃষ্টি নন্দন বৃক্ষরাজি।
বর্তমান লকডাউনে রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকায় এই পরিচ্ছন্ন অভিযান ও নতুন বৃক্ষ চারা রোপণ কাজ সহজ হয়েছে। শহরের সৌন্দর্য বৃদ্ধি ও উন্নয়নের কাজ অব্যাহত থাকবে ।
এসময় পৌরসভার কাউন্সিলরসহ পৌর কর্মর্কতা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য