ইউরোয় রুদ্ধশ্বাস লড়াই শেষে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়েছে আটটি দল। শেষ আটের লড়াই শুরু আগামীকাল শুক্রবার (২ জুলাই) থেকে। এ মুহূর্তে বলা বলা কঠিন, সেমিফাইনালে যাবে কারা। তবে ইউরোর সূচি নতুন চ্যাম্পিয়ন পাওয়ার আভাস দিচ্ছে।
এ পর্যন্ত ইউরোর ১৫টি আসরে শিরোপা গেছে ১১ দেশে। একাধিকবার শিরোপা ঘরে তুলেছে স্পেন (৩ বার) ও জার্মানি (পশ্চিম জার্মানি ২, জার্মানি ১)।
এবার শেষ ষোলোর লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে- সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইউক্রেন এবং ইংল্যান্ড।
দীর্ঘ ৬০ বছরের ইতিহাস বলে, প্রতি ১২ থেকে ১৫ বছর পর পর অপেক্ষা করে একটি করে চমক। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোয়ার্টার ফাইনালের সূচি ও রোড টু ফাইনাল খানিকটা সেই আভাস দিচ্ছে।
ইউরোর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। পরের তিন আসরে ফেবারিট হিসেবেই স্পেন, ইতালি ও ওয়েস্ট জার্মানি ঘরে তোলে শিরোপা। এরপর ১৯৭৬ ইউরোয় চ্যাম্পিয়ন হয় চেকো স্লোভাকিয়ার। অবশ্য চমকটা আরও আগেই আসতে পারত। প্রথম তিন আসরে দু’বার ফাইনাল খেলেও শিরোপা ঘরে তুলতে পারেনি যুগোস্লাভিয়া। পরের বছর আবার ফাইনাল ঘরে তোলে ওয়েস্ট জার্মানি। টানা তিনবার ফাইনালে ওঠার রেকর্ড গড়ে তারা।
এরপর ইউরোর তিন আসর দেখে নতুন চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে ফ্রান্স, ১৯৮৮ সালে নেদারল্যান্ডস ঘরে তোলে শিরোপা। তবে ১৯৯২ আসরে ডেনমার্ক ইউরো চ্যাম্পিয়ন হয়ে দেয় চমক। আরও বড় চমক ২০০৪ আসরে গ্রিসের ঘরে শিরোপা ওঠা। তার আগের দুই মৌসুমে শিরেপা ঘরে তোলে যথাক্রমে জার্মানি ও ফ্রান্স।
টানা দু’বার শিরোপা জয়ের সুযোগ ছিল পশ্চিম জার্মানির সামনে। তারা সেটা না পারলেও স্পেন ২০০৮ ও ২০১২ সালে পরপর শিরোপা জিতে রেকর্ড গড়ে। সবশেষ আসরে আবার দেখা যায় নতুন চ্যাম্পিয়ন পর্তুগাল।
তাহলে এবার কী ইংল্যান্ড, বেলজিয়াম কিংবা সুইজারল্যান্ড, ইউক্রেন চ্যাম্পিয়ন হবে। আগেভাগে বলার সুযোগ নেই। তবে সূচি বলছে, ইউরোজয়ী দুই দল যেমন ফাইনাল খেলতে পারে। তেমনি ইউরোর স্বাদ পায়নি এমন দুই দলও খেলতে পারে ফাইনালে। কবে, কখন, কার বিরুদ্ধে খেলা আছে, তা দেখে নিন একনজরে-
কোয়ার্টার ফাইনাল
সুইজারল্যান্ড বনাম স্পেন, ২ জুলাই, রাত ১০টা
ইতালি বনাম বেলজিয়াম, ২ জুলাই রাত ১টা
চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক, ৩ জুলই রাত ১০টা
ইংল্যান্ড বনাম ইউক্রেন, ৩ জুলাই, রাত ১টা
সেমিফাইনাল
জয়ী-১ বনাম জয়ী-২
জয়ী-৩ বনাম জয়ী-৪
পাঠকের মন্তব্য