গুগলে মজার মজার খাবার সার্চ করে অ্যাপ দিয়ে অর্ডার করা আপনার জন্য নিশ্চয়ই নতুন কিছু নয়। তবে এবার কোন অ্যাপ ডাউনলোড না করেই ঘরে বসে খাবার অর্ডার করতে পারবেন।
গুগল সার্চ, গুগল ম্যাপস আর গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেই খাবার অর্ডার করা যাবে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই সেবা দিচ্ছে গুগল।
সার্চ ও ম্যাপস এ “অর্ডার অনলাইন” বাটন যোগ করেছে গুগল। যে সব রেস্টুরেন্ট খাবার ডেলিভারি করে সেই রেস্টুরেন্টের নাম সার্চ করলেই এই অপশন পাওয়া যাবে। এক ব্লগ পোস্টে এতথ্য জানিয়েছে গুগল।
কখন খাবার ডেলিভারি চান তাও জানিয়ে দেওয়া যাবে অর্ডার করার সময়। তবে স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লে থেকে এই সেবা পাওয়া যাবে কি-না জানা যায়নি।
প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোরড্যাশ, পোস্টম্যাটস, ডেলিভারি.কম, স্লাইস এবং চোওনাও এর সাথে কাজ শুরু করেছে গুগল।
শিগগিরই আরও নতুন কোম্পানির সাথে খাবার ডেলিভারি সেবা নিয়ে চুক্তি করবে প্রতিষ্ঠানটি।
সর্বশেষ আপডেট: ২৯ মে ২০১৯, ২৩:২৬