করোনায় নাজেহাল বিশ্ববাসী। করোনার কারণে বিশ্বের চিরচেনা রূপ বদলে গেছে। জনসমাগমে প্রাণঘাতী এই রোগ বেশি ছড়ায় বলে বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রায় এর প্রভাব পড়েছে।
মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বিয়েও এর বাইরে নয়। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বর-কনের বিয়ের পোশাক-বিয়ের সব অনুষঙ্গেরই চিরচেনা রূপ বদলেছে করোনার কারণে।
গুগল থেকে পাওয়া তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত ট্যাগ আর বিভিন্ন ফ্যাশন সার্চ ইঞ্জিন লিস্ট থেকে এই বদলে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে বলে সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রাশ্চাত্যের দেশগুলোতে বিয়েতে নববধূদের মধ্যে উনিশ শতকের গাউনগুলো পরার প্রচলন লক্ষ্য করা যাচ্ছে বলে লিস্টের ২০২১ সালের ওয়েডিং রিপোর্টে জানা গেছে। নববধূরা এখন আধুনিক ফ্যাশনের চেয়ে ক্ল্যাসিকাল ফ্যাশনের দিকে বেশি ঝুঁকছেন বলে জানা গেছে।
নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে অন্যতম ব্রিজারটনের চরিত্র এ ধরণের গাউন পরতো বলে জানিয়েছে লিস্ট।। এর প্রভাব পরে বিয়ের বাজারেও।
এখন বিয়েতে রাজ পরিবারের সদস্যদের পোশাক জনপ্রিয় হয়ে উঠছে। ইউরোপের নারীদের মধ্যে ১৮ শতকের প্রথম থেকে ফুল স্কার্ট ও ফ্রক জনপ্রিয় হয়ে ওঠে। ওই ধরনের স্কার্ট, ফ্রকের চাহিদা হঠাৎ ১৩৩ শতাংশ বেড়ে গেছে। ব্রাইডাল কর্সেটের চাহিদাও বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। ওই সিরিজের নারী চরিত্রগুলোর সবার মাথাতেই এক ধরণের মুকট ছিল। ২০২১ সালে ওই মুকট অনলাইনে খোঁজা বেড়েছে ১৫৬ শতাংশ।
বিয়ের ঐতিহ্যবাহী ধরনের মধ্যে এসেছে চমক। হবু বররা কালো স্যুটের বদলে গোলাপির দিকে ঝুঁকছেন। লিস্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর অনলাইনে পুরুষদের মধ্যে গোলাপি স্যুট খোঁজার হার ৩৩ শতাংশ বেড়ে গেছে।
করোনা মহামারির কারণে বিয়ের বাজারে ই-কমার্স বেশ জনপ্রিয় হয়ে উঠছে বলে চলতি মাসের প্রথমদিকে প্রকাশিত ‘বিজনেস অব ফ্যাশন’ এক প্রতিবেদনে জানিয়েছে। সংক্রমণ এড়াতে সরাসরি দোকানে না গিয়ে বিয়ের কেনাকাটার জন্য অনলাইনকে বেছে নিচ্ছেন ক্রেতারা। এর ফলে অনলাইন প্রতিষ্ঠান নেট-এ-পর্টারের মতো ব্রান্ডগুলো ঝাঁকিয়ে ব্যবসা করতে শুরু করেছে।
এছাড়া বিয়ের অনুষ্ঠানে বর-কনেসহ সবার মুখে শোভা পাচ্ছে মাস্ক। নিয়ন্ত্রিতদের টেবিলের পানির গ্লাসের পাশেই স্থান পাচ্ছে স্যানিটাইজার।
পাঠকের মন্তব্য