অন লাইন নিউজ পোটাল মুক্তিবানীতে একটা নিউজ করা হয়। বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগ নামে মৌলভীবাজার একটি কমিটি দেয়া হয় সেই কমিটিতে সদস্য সচিব নিপ্পন আহমদ ও আহবায়ক মোঃ নুরুল ইসলাম কে দিয়ে ঢাকা থেকে কমিটি দিয়েছে। মাদক ব্যবসায়ী নিপ্পন আহমদ কে সদস্য সচিব করা হয়েছে এর পরে ফুসে উঠে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এই বিষয়ে মুক্তিবানীতে নিউজ হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে নিন্দার ঝড় তোলে ।
বিষয় টি আহবায়ক মোঃ নুরুল ইসলামের নজরে আসলে তিনি তড়িঘড়ি করে বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগ মৌলভীবাজার জেলা কমিটি থেকে নিপ্পন আহমদ কে বাদ দিয়ে শ্রমিক লীগের মাহমুদ রায়হান কুতুব কে সদস্য সচিব করেন।
এবিষয়ে বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগের আহবায়ক মোঃ নুরুল ইসলাম বলেন নিপ্পনের নিউজ যখন আমার নজরে আসে তখন আমি আমার কমিটির সবাইকে নিয়ে নিপ্পনের বিষয়টি আলাপ আলোচনা করি, এবং নিপ্পন কে সদস্য সচিব থেকে বাদ দিয়ে মাহমুদ রায়হান কুতুবের নাম কেন্দ্রে পাঠালে কেন্দ্রীয় সাধারন সম্পাদক এমদাদুল হোসেন চৌধুরী মাহমুদ রায়হান কুতুব কে সদস্য সচিব করে আবার কমিটি দেন।
নুরুল ইসলাম আরো বলেন
বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ দেখিয়েছেন, যে আদর্শ রেখে গেছেন সেই পথ ধরেই এগিয়ে যেতে চাই আমরা।
শেখ হাসিনার উন্নয়ন ও কল্যাণমুখী রাজনীতিতে আমরা বিশ্বাসী। ডিজিটালাইজেশনের সুবাদে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে সরকারি-বেসরকারি অফিস-আদালতেরও দৃশ্যপট পরিবর্তিত হয়। মানুষের স্বপ্ন ও কল্পনার সঙ্গে পাল্লা দিয়ে দেশ এগিয়ে চলেছে।
আমাদের এই কমিটির প্রতিটি কাজ হবে উন্নয়নের। যাতে জেলার নেতা কর্মীরা দেখে একদিন বলতে পারে বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগের প্রতিটি সদস্য দেশ ও দশের জন্য কাজ করছে।
সর্বশেষ আপডেট: ২৪ জুন ২০২১, ১১:৫৮
পাঠকের মন্তব্য