সাভারের আশুলিয়ায় শাহিন পালোয়ান নামে এক আওয়ামী লীগ নেতাকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহিন পালোয়ান আশুলিয়ার পালোয়ানপাড়ার বিল্লাল পালোয়ানের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই এমদাদুল হোসেন জানান, শাহিন পালোয়ানের বিরুদ্ধ নানা অভিযোগ থাকায় শনিবার রাতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাসায় তল্লাশি করে ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গত ৬ জুন শাহীন পালোয়ান বিল্লাল নামে এক ঠিকাদারকে গুলি কারার অভিযাগ আসে। তাকে চাঁদা না দেওয়ায় ওই ঠিকাদারকে লক্ষ্য করে গুলি করেন তিনি। এসময় তার সন্ত্রাসীরা ওই ঠিকাদারকে মারধর করে।
এ ঘটনায় আশুলিয়া থানায় শাহীন পালোয়ানের ম্যানেজার ও তার বিরুদ্ধে ওই দিনই আশুলিয়ায় থানায় মামলা করেন ফিরোজা এন্টারপ্রাইজের মালিক বেলাল হোসেন। এ মামলায় শাহীন পালোয়ানকে গ্রেফতার করা হয়েছে। বেআইনিভাবে অস্ত্র রাখায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।
সর্বশেষ আপডেট: ২০ জুন ২০২১, ১১:৪৭
পাঠকের মন্তব্য