বাগেরহাটের মোংলায় করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে; ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার বেড়ে হয়েছে ৫৮.৮৩ শতাংশ।
এই সময়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ৬৭ জনের মধ্যে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ও করোনাভাইরাস তথ্য কর্মকর্তা সুব্রত দাস বলেন, জেলায় সবচেয়ে ঝুঁকিতে পড়েছে মোংলা উপজেলা।
বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ উপজেলায় ৫১ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ‘পজিটিভ’ এসেছে। তাতে শনাক্তের হার দাঁড়াচ্ছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা আগের দিনের চেয়ে ৫ শতাংশ পয়েন্ট বেশি।
সুব্রত দাস বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারীসহ চারজন। তাদের তিনজন খুলনায় করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং অন্যজন রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তাদের বাড়ি বাগেরহাটের ফকিরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলায়।
জেলায় গত এক দিনে ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। তাতে জেলায় দৈনিক শনাক্তের হার হচ্ছে ৪৩ দশমিক ২৩ শতাংশ।
সংক্রমণের হারে উদ্বেগ জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত।
সর্বশেষ আপডেট: ৯ জুন ২০২১, ১৩:০৩
পাঠকের মন্তব্য