ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে বন্ধ করে দেয়া সিলেটের রাজা ম্যানশন খুলে দেয়ার দাবি উঠেছে। সিলেট সিটি করপোরেশনের ঘোষণার প্রতিবাদ জানিয়ে আয়োজিত এক সভায় মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা এ দাবি তুলেছেন।
বৃহস্পতিবার রাতে রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মাহবুবুল আলম মিলনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- মনির উদ্দিন চৌধুরী, আব্দুল মালেক মাস্টার, শাহ মো. মতছির আলী, আবুল বসর, খলিলুর রহমান, তৈয়বুর রহমান নাবু, সাংবাদিক ফয়জুর রহমান, প্রফেসর আব্দুল লতিফ, ওবায়দুল হক, চৌধুরী মাছুম, লোকমান চৌধুরী, এমএ হাফিজ চৌধুরী, আনোয়ার রশীদ, আনোয়ার বখত বুলু, মবশ্বির আলী, আব্দুল খালিক ও হেলাল উদ্দিন মুনশি।
সভায় বক্তারা বলেন, ২০১৬ সালে মার্কেটের সম্মুখভাগের সিঁড়ির ৩টা কলামে ফাটল দেখা দিলে সিলেট সিটি করপোরেশন তখন রাজা ম্যানশনকে ঝুঁকিপূর্ণ বলে নোটিশ প্রদান করে। সেই সময় ইঞ্জিনিয়ার বসন্ত কুমার সিনহার পর্যবেক্ষণে ওই ফাটল নিরসন পূর্বক মার্কেট আর ঝুঁকিপর্ণ নয় বলে রিপোর্ট প্রদান করা হয়।
তাদের দৃঢ়বিশ্বাস রাজা ম্যানশন ঝুঁকিপূর্ণ নয়। তারপরও সাম্প্রতিক ভূমিকম্প ও ঝুঁকিপূর্ণ ঘোষণার পর প্রয়োজনে আবারো কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে মার্কেট পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরি করার সর্বসম্মত মতপ্রকাশ করা হয় সভায়। এ ব্যাপারে একটি টিম মেয়রের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
সর্বশেষ আপডেট: ৪ জুন ২০২১, ২৩:২১
পাঠকের মন্তব্য