বাজেটের আগেই বেড়ে গেছে নিত্যপণ্যের দাম

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

নতুন বছরের বাজেটকে সামনে রেখে  রাজধানীর বাজারগুলোতে চাল, আটা, ময়দার সঙ্গে বেড়েছে তেল, পেঁয়াজ, রসুন, মশুর ডালের দাম। সেই সঙ্গে সিগারেটের মূল্যও আগেভাগেই বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (২ জুন) খুচরা দোকানগুলোতে এক টাকা বেশি দামে সিগারেট বিক্রি করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, প্রতিবছরই বাজেটে সিগারেটের দাম ও কর বাড়ে। এবারও বাড়বে বলে তাদের ধারণা। সেজন্য বাজেটের আগে সিগারেটের দাম বেড়ে গেছে। ১৪ টাকার বেনসন ১৫ টাকা, ১০ টাকার গোল্ডলিফ ১১ টাকায় বিক্রি হচ্ছে। ব্রান্ড ভেদে অন্যান্য সিগারেটও বেশি দামে বিক্রি হচ্ছে।

গত অর্থবছরে বাজেটে সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার দাম ৩৭ টাকা থেকে বাড়িয়ে ৩৯ টাকা করার প্রস্তাব করা হয়। সেই সঙ্গে সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫৭ শতাংশ করার প্রস্তাব করা হয়। মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব এবং উচ্চস্তরের ১০ শলাকার দাম ৯৭ টাকা ও তদূর্ধ্ব এবং অতি উচ্চস্তরের ১০ শলাকার দাম ১২৮ টাকা ও তদূর্ধ্ব এবং এই স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ করার প্রস্তাব করা হয়।

এ ছাড়া ফিল্টারবিহীন বিড়ির ২৫ শলাকার দাম ১৪ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা; ১২ শলাকার দাম ৬ টাকা ৭২ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা; ৮ শলাকার দাম ৪ টাকা ৪৮ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ও সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়।

ফিল্টারযুক্ত বিড়ির ২০ শলাকার দাম ১৭ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা; ১০ শলাকার দাম সাড়ে ৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ করার প্রস্তাব করা হয়।

গত বছরের ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরেও বাড়তে পারে সিগারেটের দাম।

এদিকে বাজেটের আগের দিন রাজধানীর বাজারগুলোতে চাল, আটা, ময়দা সঙ্গে বেড়েছে তেল, পেঁয়াজ, রসুন, মশুর ডালের দাম। চিকন, মাঝারি ও মোটা সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে গেছে। বেড়েছে আটা, ময়দা, সয়াবিনের দাম। পেঁয়াজের দাম দুই দফায় কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

সর্বশেষ আপডেট: ৩ জুন ২০২১, ১৬:১৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও