মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বাবুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসূন নূর আহমদ আজাদ বলেন আমার এলাকায় অনিয়ম ও দূর্নীতি হলে আমি তা সয্য করবোনা। সে আওয়ামীলীগের ঠিকাদার হউক বা বিএনপির। তবে আমি জানতে পেরেছি রাজনগর উপজেলা এলজিইডি’র অর্থায়নে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজের টেন্ডার করা হয়। কাজটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান আকবর আলী।
সাব-ঠিকাদার হিসেবে কাজ করাচ্ছেন রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান। সরকারি কাজে অনিয়ম করে রাতারাতি টাকা মেরে আঙ্গুল ফুলে কলাগাছ হবে উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান এটা কেউ মেনে নেবেনা তাই দলের সিনিয়র নেতাদের সাথে আমি আলাপ আলোচনা করবো। আর সঠিক ভাবে কাজ না করলে আমরা ইউনিয়ন পরিষদ থেকে ময়নুল ইসলাম খান এর বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
বাবুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় সীমানা প্রাচীর নির্মাণে লিন্ডার ও পিলারে ১৫ থেকে ১৮ ইঞ্চি দূরত্বে বাঁধা হচ্ছে রিং। এছাড়া নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে নিন্ম মানের ইটের কংকিট ও বালু। এদিকে পিলার ও লিন্ডারে ব্যবহার করা হচ্ছে মাত্রাতিরিক্ত বালু।
লিন্ডার ও পিলারে ১৫ ইঞ্চি দূর দূর রিং বাঁধতে দেখে কর্মরত মিস্ত্রিরি ও ঠিকাদার ময়নুল ইসলাম খানের সাথে এলাকা বাসীর অনেক বার জগাড়া হয়।
স্থানীয়রা বলেন সরকারি কাজ বারবার হবেনা তাই কাজ যাতে ভাল মানের হয় সেই জন্য আমরা এলাকাবাসীরা নজর রাখছি তার পরও তারা কাজে অনিয়ম করছে। ১৫ ইঞ্চি দূরত্বে রিং বাঁধায় বিদ্যালয়ের কাজে ঝুঁকি থেকে যাচ্ছে।
এলাকার কয়েক জন বলেন উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান ক্ষমতার দাপট দেখিয়ে তিনি হুমকি দামকি দেয়,তাই তার বিরুদ্ধে কেউ শাহস করে কিছু বলছেনা। এদিকে সাব-ঠিকাদার রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান বলেন, কাজ অনেক ভাল হচ্ছে এতে কোন সমস্যা নেই।স্থানীয়রা কাজ এবং ড্রয়িং কিছুই বুঝে না। ড্রয়িংয়ের বাহিরে কোনো কাজ হচ্ছে না।
স্কুল কমিটির সভাপতি বলেন বাবুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অনিমেষ দেবকে আমি ঈদের আগে ফোন করে অনিয়মের কথা বলেছি তিনি বলেন দ্রæত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। প্রাচীর নির্মাণ কাজে কোন অনিয়ম হলে খোঁজ নিয়ে দ্রæত ব্যবস্থা নিবো রাজনগর উপজেলা এলজিইডির নির্বাহি প্রকৌশলী মহিউদ্দিন বলেন। তবে অনিয়ম হলো কিনা এবিষয়ে খোঁজ নিতে নিতে সব সাইড ম্যানেজ করে ফেলবে রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান এমটাই ধারনা এলাকাবাসীর।
সর্বশেষ আপডেট: ১ জুন ২০২১, ১৩:১৭
পাঠকের মন্তব্য