আবার উত্তেজনা: হামাস নেতা হত্যার হুমকি ইসরাইলের

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছে ইসরাইল।

ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থি লিকুদ পার্টির সিনিয়র সদস্য ইসরাইল কাৎজ ওই হুমকি দিয়েছেন। খবর হারেৎজের।

ইসরাইলের সঙ্গে ১১ দিনের যুদ্ধের পর গাজা উপত্যকার রাস্তায় নেমে ইয়াহিয়া বিজয় মিছিলে অংশ নেওয়ার পর ইসরাইলি মন্ত্রী এ হুমকি দিলেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে পরাজয়ের পর ইসরাইল অনেকটা রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়েছে। এর মধ্যেই ইয়াহিয়াকে হত্যার হুমকি দিলেন কাৎজ।

কট্টর ইহুদিবাদী এ ইসরাইলি মন্ত্রী বলেন, যদি দুপক্ষের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সামান্যতম লঙ্ঘন হয় তা হলে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করবে ইসরাইল।

কাৎজ বলেন, হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তাতে ইয়াহিয়াকে ইসরাইলি হত্যা থেকে দায়মুক্তি দেওয়া হয়নি।

তিনি ইসরাইলি সেনা হাদার গোল্ডিন ও অরোন শাউলের মৃতদেহ ফেরত দেওয়া এবং আটক সেনা অ্যাভেরা মেনগিস্তু ও হিশাম এ সাঈদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, ইসরাইলের এসব সেনাকে হামাস আটকে রেখেছে।

সর্বশেষ আপডেট: ২৬ মে ২০২১, ১৪:৫৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও