সিলেট নগরীর চারাদিঘীরপাড় এলাকা থেকে শিশুর বিচ্ছিন্ন ২টি পা উদ্ধার করেছে পুলিশ। এখন দেহের সন্ধানে নেমেছে পুলিশ সদস্যরা। সোমবার দুপুর ১২টার দিকে ডাস্টবিনে পা দুটি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যবসায়ী কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে পা দুটি উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন। তিনি বলেন, চারাদিঘীরপাড় এলাকাস্থ হারুন স্টোরের সামনের ডাস্টবিনে শিশুর দুটি পা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ তদন্ত কাজ শুরু করে। সেই সাথে আশপাশের বিভিন্ন বাসা-বাড়ির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।
মোহাম্মদ ইয়াছিন জানান, পা দেখে বোঝা যাচ্ছে এটি ৬-৭ বছরের শিশুর হবে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, এর আগে ওই এলাকায় একাধিকবার শিশুর লাশও পাওয়া গেছে। পরে দেখা যায় চারাদিঘীরপাড় এলাকার একটি কবরস্থান অরক্ষিত থাকায় কুকুর কবর থেকে লাশ তুলে রাস্তায় ফেলে যায়।
কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ যুগান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে এটাও হয়তো এ রকম কোনো কবর থেকে শিয়াল তুলে টেনে নিয়ে আসছে। তবুও আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।
সর্বশেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১, ২৩:১৭
পাঠকের মন্তব্য