মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী বাপ্পা মিয়াকে হত্যা করেছে। এ ঘটনার পর নিহতের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাপ্পা মিয়া সহ আরও ৩ জন শনিবার ভোর রাতে গরু আনতে কাঁটাতারের বেড়ার ভেতরে প্রবেশ করলে বিএসএফ গুলি করলে বাপ্পা মারা যায়। এ সময় অন্যরা পালিয়ে আসে বাংলাদেশের ভেতর।
সীমান্তবর্তী বটুলি বিজিবি কোম্পানী কমান্ডার দেলওয়ার হোসেন জানান, জিরো পয়েন্টের কাছে ভারতীয় অংশে লাশ রয়েছে। তারা বিএসএএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠকের অপক্ষোয় রয়েছেন। সকালে পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে ওই যুবকের মরদেহ পরিবারের সদস্যরা দেখতে পান। নিহত বাপ্পা মিয়া পূর্ব বটুলী এলাকার আবদুর রউফের ছেলে।
ফুলতলা ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ডের সদস্য মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটা তারের বেড়ার ভারতীয় অংশে বাপ্পার মরদেহ দেখতে পাওয়া যায়। এ ঘটনার পর নিহত বাপ্পার পরিবার লাশ ফেরতের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি চলছে বাড়িতে স্বজনদের আহাজারি।
বিজিবি’র-৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিইও) শাহ আলম সিদ্দিকী মুঠোফোনে বলেন, ‘জানতে পেরেছি একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। পুরোটা নিশ্চিত হতে পারিনি। নিশ্চিত হলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক করে নিহতের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
সর্বশেষ আপডেট: ২০ মার্চ ২০২১, ২৩:৩৫
পাঠকের মন্তব্য