মৌলভীবাজার পৌরসভার আয়জোনে মশাক কার্যক্রমের উদ্বোধন

বিশেষ প্রতিবেদক,মৌলভীবাজার :

দেশব্যাপী মশার প্রাদুর্ভাব রোধের অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় মৌলভীবাজার শহরের প্রেসক্লাবের সম্মুখে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৌলৈভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় উপস্থিত ছিলেন এই কার্যক্রমের সভাপতি মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নাহিদ হোসেন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পুসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এসময় মেয়র বলেন, দেশব্যাপী মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌর নাগরিকের সুবিধার্থে আজ এই কার্যক্রমের উদ্বোধন করা হলো। এটি একটি চলমান প্রক্রিয়া। ক্রমান্বয়ে সারা বছরই মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই জীবানুনাশক স্প্রে ছিটানো হবে।

সর্বশেষ আপডেট: ২০ মার্চ ২০২১, ২৩:১৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও