ব্যারিস্টার মওদুদের লাশ আজ দেশে আসবে ॥ কাল নোয়াখালীতে দাফন

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

দলের স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা, অনন্য স্বাধীনতা সংগ্রামী, স্বাধীন বাংলা বেতার  কেন্দ্রের ভাষ্যকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দেশের বরেণ্য আইনজীবী ও প্রথিতযশা রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ গত মঙ্গলবার আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুতে বিএনপি আজ ১৮ মার্চ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে দলীয় পতাকা অর্ধনিমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এটা হলো বিএনপির কর্মসূচি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কফিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। মওদুদ আহমদের একান্ত সহকারি মোমিনুর রহমান সুজন বলেন, স্যারের লাশ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনার সব আনুষ্ঠিকতা শেষ হয়েছে। বিমানের টিকেটও হয়ে গেছে। বৃহস্পতিবার সিঙ্গাপুর সময় ৩টা ৫০ মিনিটে বিমানে কফিন রওনা হবে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়। বিমানবন্দর থেকে স্যারের কফিন নিয়ে যাওয়া হবে গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। পরদিন শুক্রবার ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে সকাল ১০টায় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাযা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সুজন জানান, এর আগে সকাল ৯টায় স্পিকারের অনুমতি সাপেক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি জানাযা হতে পারে। এখন পর্যন্ত সেই অনুমতি তারা পাননি।

নয়া পল্টনের জানাযা শেষে অ্যাম্বুলেন্সে মওদুদ আহমদের কফিন নিয়ে যাওয়া হবে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। সেখানে বাদ আসর কোম্পানিগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাযার পর নিজের বাড়ির আঙিনায় আরো একটি জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে মওদুদ আহমদকে দাফন করা হবে বলে জানান সুজন।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে মওদুদ আহমদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

সর্বশেষ আপডেট: ১৮ মার্চ ২০২১, ১১:৫৬
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও