ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৪ মে) বিকেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ভবনে অর্ধশতাধিক লোক আটকা পড়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সুরাতের একটি বহুতল ভবনে শুক্রবার বিকেলে আগুন লাগে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। ভবনের ওপরের তালায় কোচিং সেন্টার রয়েছে। প্রাথমিক অবস্থায় জানা গেছে, নিহতদের বেশিরভাগ কোচিং সেন্টারের শিক্ষার্থী ও শিক্ষক।
সর্বশেষ আপডেট: ২৬ মে ২০১৯, ২৩:২৪