মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় ২ যুদ্ধজাহাজ

নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন জানায়
নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন জানায়
খুলনা প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেদা’ তিন দিনের সফরে সোমবার দুপুরে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন জানায়। 

বাংলাদেশ নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ভারতীয় জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১০ মার্চ ভারতের এই দুটি যুদ্ধজাহাজের বাংলাদেশ ত্যাগের কথা রয়েছে।

ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ তিন দিনের এ সফরে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু ও জাহাজ দুটির অধিনায়ক টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি তারা খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুটি ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বানৌজা পদ্মা ও পলাশে ব্যবহৃত ৪১/৬০ মিলিমিটার গান এবং অ্যাকুয়াসটিক এমকে-৭ মাইন শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করবেন। এসব গান ও মাইন মহান মুক্তিযুদ্ধকালীন বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর ও পশুর নদীতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় ব্যবহৃত হয়েছিল। সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এসব সরঞ্জামাদি প্রদান করা হবে।

ভারতীয় যুদ্ধজাহাজ কুলিশের নেতৃত্বে রয়েছেন কমান্ডার সঞ্জীবসহ ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিক এবং যুদ্ধজাহাজ সুমেদার নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপালসহ ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিক।

সর্বশেষ আপডেট: ৮ মার্চ ২০২১, ১৬:৫৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও