মৌলভীবাজার সাইকেল প্রতিযোগীতা অনুষ্টিত

বিশেষ প্রতিবেদক,মৌলভীবাজার।

উচু নিচু টিলা পাহারের মধ্যে দিয়ে ৩৫ মাইল দূর্গম পথ পারি দিতে হবে সাইক্লিষ্টদের।মৌলভীবাজারে এরকম একটি ব্যাতিক্রমি প্রতিযোগীতার আয়োজন করে রেইস বাংলাদেশ। এই প্রতিযোগিতায়  অংশগ্রহন করেন একশত পনের জন সাইক্লিষ্ট। দেশের ৬৪ টি জেলায় হবে এই সাইকেল প্রতিযোগীতা, আর সাইক্লিষ্টরা বলছেন এধরনের প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পেরে তারাও আনন্দিত।

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে সকালে জেলা ক্রীড়া সংস্থা ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সহযোগীতায় অনুষ্টিত হয় রেইস বাংলাদেশ এমটিভি চ্যাম্পিয়ানশিপ ২০২১। জাতীয় সংগীতের পর মৌলভীবাজার স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয় সাইকেল প্রতিযোগিতা। ৯ জন নারী আর ১০৬ জন পুরুষ সহ মোট ১শত ১৫ জন সাইক্লিষ্ট এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। ৩৫ মাইল দূর্গম পথ পারি দিয়ে পূনরায় মৌলভীবাজার স্টেডিয়ামে এসে শেষ হয় প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়াম্যান মিজবাহুর রহমান  এই রেইসের উদ্ধোধন করেন।

---

সাইক্লিষ্টরা বলছেন সাইকেল প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পেরে তাঁরা আনন্দিত, যুবসমাজ এমন সাইকেল রেইসের প্রতি ঝুঁখলে সমাজের অনেক অপরাধ প্রবণতা কমবে বলে তাদের বিশ্বাস । আর রেইস বাংলাদেশ এর আয়োজকরা বলেন ৬৪টি জেলায় তাঁরা এমন রেইস আয়োজন করবেন , আর এমন আয়োজনের মধ্য দিয়ে দেশের আনাছে কানাছে যেসব প্রতিভাবান সাইক্লিষ্টরা আছে তাদেরকে খুঁজে বের করে বিশ্বের কাছে তোলে ধরবেন।

সাইকেল প্রতিযোগীতায় পুরুষের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ঢাকার আলা উদ্দিন,২য় স্থান অর্জন করেন চট্রগ্রামের পাবেল আর ৩য় হয়েছেন বান্দরবনের  কাউসার। আর নারীদের মধ্যে ঢাকার সাদিয়া সিদ্দিকি, বগুড়ার এপি আর ২য় আর ৩য় হয়েছেন ঠাকুরগাঁওয়ের ইতি।---

সর্বশেষ আপডেট: ৬ মার্চ ২০২১, ১৮:০৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও