মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে ৩৮ মন জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে নৌপুলিশের একটি দল। এসব মাছের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন মাওয়া নৌপুলিশের ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির। তিনি জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে শিমুলিয়া ঘাটে মোংলা থেকে আসা ঢাকাগামী বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় নৌপুলিশের একটি দল। অভিযানে ১১টি কার্টনভর্তি ৩৮ মণ জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় চিংড়ির ওজন বাড়াতে এক ধরনের জেলি চিংড়ির ভেতর কৌশলে ভরে দিচ্ছে, যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।
সিরাজুল কবির আরো জানান, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে চিংড়ির মালিক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সর্বশেষ আপডেট: ৩ মার্চ ২০২১, ১১:৩০
পাঠকের মন্তব্য