শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে উচ্চ শিক্ষার বিষয়ে কতোগুলো সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ২৪শে মে। ১৭ই মে খুলবে আবাসিক হল। সকল শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীদের ১৭ই মের আগে টিকা দেয়া হবে। আজ সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ইতিমধ্যে কোন শিক্ষার্থী যদি হলে অবস্থান করেন তবে অবিলম্বে হল ত্যাগ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে কোন অনৈতিক কাজে যোগ দিলে শিক্ষাপ্রতিষ্ঠান দায় দায়িত্ব নেবে না।
গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাবি, রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২১, ২৩:১৮
পাঠকের মন্তব্য