প্রথম দিন কতজন টিকা নিলেন?

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে টিকাদান কর্মসূচী। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সারা দেশে ১ হাজার ৫টি হাসপাতালে প্রথম দিনে ৩১ হাজার ১৬০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরে টিকা পেয়েছেন ৫ হাজার ৭১ জন। প্রথম দিন টিকা দেওয়ার সময় গ্রহীতাকে বলে দেওয়া হয় দ্বিতীয় ডোজের তারিখ।

টিকার জন্য আগে নিবন্ধন করতে হয়েছে সবাইকে। এছাড়াও টিকাকেন্দ্রেও ছিলো নিবন্ধনের সুযোগ। সারা দেশে ২ হাজার ৪০০টি দল টিকা দিতে কাজ করেছে।

তবে শুরুর দিন ৩ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গণ টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নেন বেশ কয়েকজন মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। টিকার মোট দুই ডোজ নিতে হয়। যারা প্রথম ডোজ দিয়েছেন তাদেরকে আবার দ্বিতীয় ডোজ নিতে হবে।

সূত্র : সময় টেলিভিশন

সর্বশেষ আপডেট: ৭ ফেব্রুয়ারী ২০২১, ২২:২২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও