করোনার টিকা পেতে অ্যাপে নিবন্ধন যেভাবে

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

একদিকে দ্রুত টিকা পাওয়ার আয়োজন অন্যদিকে চলছে প্রাপ্ত টিকা সুষ্ঠু বিতরণে নানা কর্মযজ্ঞ। যার আওতায় করোনা ভাইরাসের টিকা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য অ্যাপ তৈরি করছে সরকার। যদিও উন্মুক্ত করা হয়নি অ্যাপ্লিকেশনটি। 

অ্যাপ তৈরির বিষয়ে সকালে এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেছেন,‘তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার চেষ্টা করছি। এর জন্য যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পন্নের পথে।’

অ্যাপে ব্যক্তিগত তথ্য দিয়ে নাম এন্ট্রির প্রয়োজন হবে টিকা নিতে আগ্রহীদের। যে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সরকার যেমন গ্রহীতার তথ্য পাবেন তেমনি টিকা নিতে আগ্রহীরাও জানতে পারবেন পরবর্তী নানা আপডেট।

যেভাবে নিবন্ধন করা যাবে:

সরকারের ওই অ্যাপটি প্রথমে হাতে থাকা স্মার্টফোনে ইন্সটল করে ফোন নম্বর ও এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের সময় নাম, জন্মতারিখ, এনআইডি নম্বর, অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা, পেশা ইত্যাদি সম্পর্কিত তথ্য দিতে হবে।

তবে কারা টিকা আগে পাবেন সেই অগ্রাধিকারের তালিকাটি প্রতিষ্ঠান ও সংগঠন থেকেও সংগ্রহ করা হবে।

এদিকে, করোনা ভাইরাসের দুটি করে ডোজ পাবেন প্রত্যেক ব্যক্তি। অ্যাপের মাধ্যমে জানা যাবে এসব ব্যক্তিদের প্রথম ও দ্বিতীয় ডোজের বিস্তারিত তথ্যও।

উল্লেখ্য, টিকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে এরকম একটি অ্যাপের ব্যবহার হচ্ছে প্রতিবেশী দেশ ভারতেও।

সূত্র : সময় টেলিভিশন

সর্বশেষ আপডেট: ৯ জানুয়ারী ২০২১, ২১:১২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও