কদিন আগে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন। এবার বার্সেলোনার হয়ে আরেকটি মাইল ছুঁলেন লিওনেল মেসি। লা লিগায় ৫০০ ম্যাচ খেলে ফেললেন। স্পেনের সর্বোচ্চ প্রতিযোগিতায় পাঁচশ’ ম্যাচ খেলা প্রথম বিদেশি ফুটবলার তিনিই।
গত মঙ্গলবার এইবারের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেই হতে পারতো এই রেকর্ড। কিন্তু ওই ম্যাচে মাঠা নামা হয়নি। তবে রোববার রাতে হুয়েস্কার বিপক্ষে ফিরলেন আর্জেন্টাইন তারকা; গড়লেন নতুন মাইলফলক।
এছাড়া বার্সার হয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা জাভি হার্নান্দেজের আরও কাছাকাছি চলে গেছেন মেসি। ফুটবলার জীবনের ইতি টানা জাভি সাবেক এ ক্লাবের হয়ে লা লিগায় ৫০৫ বার মাঠে নেমেছেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সিতে মেসির এটি ৭৫০তম ম্যাচ। এক্ষেত্রেও তার উপরে আছেন জাভি; খেলেছেন ৭৬৭টি ম্যাচ।
চলতি মৌসুম শেষে বার্সা ছেড়ে যাবেন- মেসির সবশেষ সিদ্ধান্ত এমনই। তবে যাবার আগে কৈশোরের ক্লাবটির জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও হয়তো করে যাবেন; যা টিকে থাকবে বহুকাল।
সর্বশেষ আপডেট: ৪ জানুয়ারী ২০২১, ০৩:৩৭
পাঠকের মন্তব্য