হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হেফাজতের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী নিজ ক্ষমতাবলে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব পদে দায়িত্ব দেন। হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর পদটি গত দুই সপ্তাহ ধরে শূন্য ছিলো।
এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটিও পূর্ণ গঠন করা হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে ঢাকা মহানগর কমিটিতে। মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টামণ্ডলির সদস্য হয়েছেন, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুল হক , প্রফেসর হামীদুর রহমান , মাওলানা মোবারক উল্লাহ , মাওলানা মুফতি দেলওয়ার হুসাইন , মাওলানা সাআদত হুসাইন , মাওলানা হিফজুর রহমান , মাওলানা মুহসিন আহমদ , মাওলানা হেলাল উদ্দীন , মাওলানা মজদুদ্দিন আহমদ , মুফতি শফিকুল ইসলাম , মাওলানা মুহাম্মদ মুসলিম , মাওলানা শাহাব উদ্দিন ।
এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বৃদ্ধি করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়। হেফাজতের নায়েবে আমির ও ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গিচরের মহাপরিচালক মাওলানা আতাউল্লাহ হাফেজ্জিকে সিনিয়র নায়েবে আমির , সংগঠনের ৪ জন সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
হেফাজতের নায়েবে আমির হয়েছেন, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান ( বাহাদুরপুর পীর), মাওলানা আব্দুস সবুর ( বগুড়া), মাওলানা আফজালুর রহমান (ফেনী), মাওলানা আব্দুল বাছির (সুনামগঞ্জ), মাওলানা আইয়ুব বাবুনগর, মাওলানা মহিউল ইসলাম বোরহান (রেঙ্গা মাদ্রাসা), মাওলানা আব্দুল বাছেত আজাদ (হবিগঞ্জ), মাওলানা আব্দুল হালিম (বরিশাল)।
অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, সহকারী মহাসচিব মাওলানা সাইফুদ্দিন কাসেমী, মাওলানা মুশতাকুন নবী কাসেমী ও মুফতি সাখাওয়াত হোসাইন , সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ (ময়মনসিংহ), মাওলানা সানাউল্লাহ মাহমুদী (বরিশাল), মাওলানা রেজাউল করীম (রংপুর), তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা কবি মুহিব খান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাজীব, প্রফেসর ড. শেখ মুহাম্মদ ইউসুফ (ঢাবি), সহকারী অর্থ সম্পাদক মাওলানা সুহাইল সালেহ, সহকারী প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দীন ও মাওলানা কামরুল ইসলাম কাসেমী, সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শফি ও মুফতি জাকির হুসাইন কাসেমী, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ আযহারী ও মাওলানা ওমর ফারুক ফরিদী, সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা হুসাইন মুহাম্মদ শাহজাহান , মাওলানা ফয়েজ আহমদ , ও মাওলানা ওবাইদুল্লাহ , সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. শহিদুল ইসলাম ফারুকী, সহকারী ত্রান ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া।
সর্বশেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০, ২৩:২৭
পাঠকের মন্তব্য