অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিট আদালত গ্রহণ করেছেন।
এতে পলাতক আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুটি মামলায় দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামি সাইদুল ইসলাম সিফাতকে মামলা থেকে আদালত অব্যাহতি দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সৈয়েদুর রহমান জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে দায়ের মামলার শুনানির নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিট আদালত গ্রহণ করেছে। এতে চার্জশিটভুক্ত ১৫ আসামির মধ্যে পলাতক থাকা টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অন্যদিকে সিনহা হত্যার ঘটনায় টেকনাফ থানায় পুলিশের দায়ের ২টি মামলার শুনানির নির্ধারিত দিনে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামি থেকে সাইদুল ইসলাম সিফাতকে মামলা থেকে আদালত অব্যাহতি প্রদান করেছেন।
সূত্র : সময় টেলিভিশন
পাঠকের মন্তব্য