কোটি টাকার জুতা নিলামে!

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

এক জোড়া জুতা। যার দাম উঠেছে এক লাখ ২৬ হাজার মার্কিন ডলার। যার দাম বাংলাদেশি টাকায় এক কোটি ৭ লাখ ১০ হাজার। কি অবাক হচ্ছেন। সম্প্রতি নিউ ইয়র্কের বিখ্যাত সোথেবি’স হাউজের নিলামে এমন দাম উঠেছে এক জোড়া বর্ণিল অ্যাডিডাস স্নিকার্সের।

ডয়চে ভেলের প্রতিবেদন বলছে, ক্রেতা তার পরিচয় গোপন রেখে নিউ ইয়র্কের ব্রুকলিন যাদুঘরের জন্য দান করবেন নিলামের পুরো অর্থ।

দামে বিশ্ব রেকর্ড করা অ্যাডিডাসের স্নিকার্স মূলত চামড়ার তৈরি। যার ওপর হাতে এঁকে ডিজাইন করা হয়েছে মাইসেন চীনামাটির দিয়ে। ডিজাইন এতোটাই নিখুঁত যে এক জোড়া জুতো তৈরি করতে বছর লেগে যায় কারখানার কর্মীদের। এমনকি বাহিরের ডিজাইনে আরও ৬ মাস সময় প্রয়োজন হয় মাইসেন পোর্সেলের হাতে আঁকার শিল্পীদের। এ বিষয়টি জার্মান সংবাদ সংস্থাকে জানিয়েছে নিলাম হাউজের মুখপাত্র।

অনলাইনে নিলামে তোলা হয় জুতো জোড়া। এরপর কেনার অফার আসে ৭২ টি। শেষ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ডলারে একজন ক্রেতা ক্রয় করেন। যার অর্থ জাদুঘরে দান করার উদ্দেশ্যে নাম প্রকাশে অপারগতা রয়েছে।

এমন ঘটনা নতুন নয়। কেননা বিশেষ জুতা উচ্চমূল্যে বিক্রি হয়ে থাকে এ ধরনের নিলামে। স্পোর্টস সংস্থা নাইকের সহ প্রতিষ্ঠানের হাতে তৈরি এমন এক জোড়া বিশেষ জুতা এক লাখ ৬২ হাজার ৫০০ ডলারে বিক্রি হয় যা তৈরি হয়েছিল ৫০ বছর আগে তৈরি হয়েছিল। এরপর সেই রেকর্ড ভেঙ্গে এয়ার জর্ডান ওয়ান জুতো বিক্রি হয় ৬ লাখ ১৫ হাজার মার্কিন ডলারে। যা এখন পর্যন্ত রেকর্ড ধরে রেখেছে।

সূত্র : সময় টেলিভিশন

সর্বশেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ২৩:৫৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও