শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডাক্তারসহ নিহত ২

সিএনজিচালিত অটোরিকশা ও টমটম ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ
সিএনজিচালিত অটোরিকশা ও টমটম ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ
হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও টমটম ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ডাক্তারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কলিমনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে দিপংকর পোদ্দার ও ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব যুগান্তরকে জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও টমটম ইজিবাইক হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসার একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

সর্বশেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১৬:১৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও