করোনা আরো ভয়াবহ হবে: বিল গেটস

বিল গেটস
বিল গেটস
মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

আগামী চার থেকে ছয় মাসে করোনা ভাইরাস আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে সতর্কবার্তা দিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। রোববার মার্কিন এক সংবাদ সংস্থার সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন (আইএইচএমই)’র দাবি, করোনায় আরও দু’লাখের বেশি লোক মৃত্যুবরণ করবে। তাই আমরা যদি সতর্কবার্তাগুলো ঠিক মতো মেনে চলি, তাহলে মৃত্যুর হারটা অনেকটাই কমে যাবে।’

যুক্তরাষ্ট্রের কোভিড পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিল গেটস। পাশাপাশি, যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি দ্রুত সামলে উঠবে বলেও আশাও প্রকাশ করেছেন তিনি।

বিল গেটস বলেন, ‘২০১৫ সালেই বলেছিলাম, একটা মহামারির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। কিন্তু করোনা ধারণার চেয়েও অনেক বেশি মারাত্মক আকার নিয়ে ফেলেছে।’

ইতোমধ্যেই করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ১ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ২১৯ জন।

সূত্র : সময় টেলিভিশন

সর্বশেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০, ১৬:৫৬
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও