যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আর্মেনিয়াকে হুমকি আজেরি প্রেসিডেন্টের

আজেরি প্রেসিডেন্টে
আজেরি প্রেসিডেন্টে
মুক্তিবাণী অনলাইন ডেস্ক

আর্মেনিয়া ও আজারবাইজান নাগোরনো-কারাবাখ নিয়ে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো শনিবার সাবেক সোভিয়েতভুক্ত দেশ দুটি এমন অভিযোগ করে।

এর পরেই আজারবাইজানের প্রেসিডেন্ট আর্মেনিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন। তিনি আর্মেনীয় সেনাবাহিনীকে পিষে ফেলারও হুমকি দেন।

আলিয়েভ বলেন, আর্মেনিয়ার এটি আবার শুরু করা উচিত না। এটি খুবই সতর্ক হওয়া উচিত এবং কোনো সেনা অভিযানের পরিকল্পনা না করা উচিত। এই মুহূর্তে, আমরা তাদের সম্পূর্ণ ধ্বংস করব। এটি এখন কারো কাছে গোপনীয় নয়।

এদিকে শনিবার সকালে নাগোরনো-কারাবাখের বাহিনী দাবি করে, আজারবাইজানি সেনার হামলায় তাদের তিনজন নিরপত্তাকর্মী আহত হয়েছেন।

অপরদিকে আর্মেনীয় সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগোরনো-কারাবাখ বাহিনীর নিয়ন্ত্রণাধীন দুটি গ্রামে হামলা চালিয়েছে আজারবাইজান।

সর্বশেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ১৯:১০
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও