ইরানে রাজনৈতিক ক্ষমতার শীর্ষে রয়েছে ৮১ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি গুজব ছড়িয়েছে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর এই নেতা অসুস্থ। তবে তিনি মারা গেলে বা অসুস্থ থাকলে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে বেশ জল্পনা চলছে।
ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। তবে এই পদে কে থাকবেন তা নির্ধারণ করেন বিশেষজ্ঞমণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ।
গুজব আছে যে, সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয়েছে যা চূড়ান্তভাবে গোপনীয়। ওই তালিকায় কাদের নাম আছে তা জানার দাবিও কেউ করেন না। তবে পর্যবেক্ষণের ভিত্তিতে বা বিভিন্ন ঘটনার নিরিখে বলা হচ্ছে যে, আলী খামেনির পছন্দের উত্তরসূরি হতে পারেন তার ছেলে মোজতাবা অথবা বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি।
তবে দেশটির এক সাংবাদিক জানান, খামেনির স্বাস্থ্যের অবনতির কারণে তার ৫১ বছর বয়সি ছেলে মোজতাবা হোসেইনি খামেনিকে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে।
গুজব আছে যে, সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয়েছে যা চূড়ান্তভাবে গোপনীয়। ওই তালিকায় কাদের নাম আছে তা জানার দাবিও কেউ করেন না। তবে পর্যবেক্ষণের ভিত্তিতে বা বিভিন্ন ঘটনার নিরিখে বলা হচ্ছে যে, আলী খামেনির পছন্দের উত্তরসূরি হতে পারেন তার ছেলে মোজতাবা অথবা বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি।
তবে দেশটির এক সাংবাদিক জানান, খামেনির স্বাস্থ্যের অবনতির কারণে তার ৫১ বছর বয়সি ছেলে মোজতাবা হোসেইনি খামেনিকে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে।
এদিকে, ইরানের সর্বোচ্চ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর গুপ্তহত্যার পর দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। যেকোনো মুহূর্তে যুদ্ধ লাগার সম্ভাবনাও রয়েছে। সেই কারণেই মোজতাবা খামেনিকে খুব দ্রুত ক্ষমতায় বসানোর চেষ্টা করছে।
সর্বশেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ২২:৪২
পাঠকের মন্তব্য