ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ’ রোধের নামে ব্যাপক ও নজিরবিহীন পদক্ষেপ ঘোষণা করেছে ফ্রান্স সরকার। এ পদক্ষেপের অংশ হিসেবে এরই মধ্যে ‘ধর্মীয় চরমপন্থা’ ছড়ানো হচ্ছে সন্দেহে ৭৬টি মসজিদে নজরদারি বাড়ানো হয়েছে। তাদের সন্দেহ সত্যি প্রমাণ হলে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।
তিনি বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ কথা জানান।
আরটিএল রেডিওতে তার সাক্ষাৎকারের কথা টুইট বার্তায় উল্লেখ করে তিনি জানান, আগামী দিনগুলোতে ফ্রান্সের ৭৬টি মসজিদে নজরদারি করবে সরকার। আমাদের সন্দেহ নিশ্চিত হলে আমি মসজিদগুলো বন্ধ করতে বলব। এরই মধ্যে বিচ্ছিন্নতাবাদী সন্দেহে অনথিভুক্ত ৬৬ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
দারমানিন বলেন, ফ্রান্সের ২৬০০টিরও বেশি মুসলিম উপাসনালয়ের মধ্যে ৭৬টি মসজিদকে ফ্রান্সের রিপাবলিকান মূল্যবোধ এবং এর সুরক্ষার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৬টি মসজিদ প্যারিসে আর বাকিগুলো দেশের অন্যান্য স্থানে অবস্থিত। নতুন এ অভিযানের ফলে অনেক মসজিদ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ১৮টি মসজিদের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ আপডেট: ৮ ডিসেম্বর ২০২০, ১১:৪৫
পাঠকের মন্তব্য