ইসরাইলের সঙ্গে চুক্তির পর সাইবার হামলার টার্গেটে আমিরাত

মুক্তিবাণী অনলাইন ডেস্ক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সাইবার হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রোববার দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মোহাম্মদ হামাদ আল-কুয়েতি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

দুবাইয়ে এক সম্মেলনে তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক সত্যিই ইউএই’র বিরুদ্ধে তৎপর কিছু দুর্বৃত্তের কাছ থেকে বড় ধরনের হামলার পট প্রস্তুত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সেক্টর লক্ষ্য করেই মূলত এসব হামলা চলে বলে জানান তিনি।

তবে এই দুস্কৃতকারীরা কারা এবং তাদের কোনো হামলা সফল হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি হামাদ।

করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সাইবার হামলা মারাত্মকভাবে বেড়েছে বলে আমিরাতের সাইবার সিকিউরিটি বিভাগের এ প্রধান।

সাধারণত এসব হামলা ইরান থেকে হয়ে থাকলেও সম্প্রতিক হামলার পেছনে কারা ছিল সে কথা তিনি সুনির্দিষ্ট করে বলেন নি।

সর্বশেষ আপডেট: ৮ ডিসেম্বর ২০২০, ১১:২৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও