রাজধানীর বিভিন্ন এলাকায় গোল্ডেন মনির কি করে ২০০ প্লট বরাদ্দ পেল খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে রাজউক ও গৃহায়ণ অধিদপ্তরের কোন কোন কর্মকর্তা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলেই অবৈধ সম্পদ, অর্থপাচার বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করবে দুদক।
রাজধানীতে এক চিলতে জমির মালিক হওয়া অনেক নাগরিকের সারা জীবনের স্বপ্ন। সেখানে রাজধানী জুড়ে গোল্ডেন মনিরের নামে আছে ২০০ প্লট। যার অনেকগুলোই বিক্রি করেছেন তিনি ।
একটি প্লট বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের উচ্চপর্যায় থেকে অনুমোদন প্রয়োজন। কিন্তু এক ব্যক্তির নামে কি করে এতোগুলো প্লট বরাদ্দ হলো তা নিয়ে বিস্মিত দুদকের অনুসন্ধান দল। এসব প্লট বরাদ্দে কি কি অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা খতিয়ে দেখতে রাজউক, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের নথিপত্র তলব করবে দুদক। এরই মধ্যেই গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু ও রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলামকে তলব করা হয়েছে ।
নানা সময়ে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতিতে অভিযুক্ত গোল্ডেন মনির। তাই সময় ও খাত অনুযায়ী অনুসন্ধান পরিচালনা করছে দুদক।
এরই মধ্যে গোল্ডেন মনিরের সাড়ে ৬শ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক।
সর্বশেষ আপডেট: ৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৫
পাঠকের মন্তব্য